Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

১৯১৯ সনের আইনে নন্নী ইউনিয়ন বোর্ড গঠিত হয়েছিল । পাকিস্তান সৃষ্টির পরেও ১৯৫৯ সন পর্যন্ত উপনিবেশিক পদ্ধতিতে স্থানীয় সরকার টিকে ছিল এবং নন্নী ইউনিয়ন একটি সতন্ত্র ইউনিয়ন ছিল । ১৯৫৯ সনে ইউনিয়ন বোর্ডের নাম পরিবরতন করে ইউনিয়ন কাউন্সিল রাখা হয় । একই বছর আইয়ুব খান মৌলিক গনতন্ত্র ব্যবস্থা চালু করে । কিন্তু কাম্য জনসংখ্যা না থাকায় নন্নী ইউনিয়ন কে পোড়াগাও ইউনিয়ন এর সাথে যুক্ত করা হয়েছিল এবং নামকরন করা হয়েছিল নন্নী-পোড়াগাও ইউনিয়ন। ১৯৯২ পর্যন্ত নন্নী-পোড়াগাও একটি ইউনিয়ন হিসেবেই বহাল ছিলো । জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক কারনে ১৯৯২ সনে এক সরকারি প্রজ্ঞাপনমুলে নন্নী এবং পোড়াগাও বিভক্ত হয়ে দুইটি ইউনিয়ন হয় । বর্তমানে নন্নী একটি সতন্ত্র ইউনিয়ন ।